নয়াদিল্লি: পাকিস্তানের বালুচিস্তানের মানুষের দুর্দশার প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জে উত্থাপণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন ওয়ার্ল্ড বালোচ উইমেন্স ফোরামের প্রেসিডেন্ট নায়েলা কাদরি বালুচ। উল্লেখ্য, নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছেন যে, পাকিস্তান যদি কাশ্মীরের অশান্তিতে উস্কানি দেওয়া চালিয়ে যায়, তাহলে ভারত বালুচিস্তান ও অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের অত্যাচারের কথা দুনিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হবে। মোদীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বালুচিস্তানের প্রথমসারির নেতৃবৃন্দ। তাঁরা ইসলামাবাদের দিকে তোপ দেগেছেন।  নায়েলা কাদরি বালুচ বলেছেন, আমাদের আশা, প্রধানমন্ত্রী মোদী আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বালুচিস্তান প্রসঙ্গ এবং বালুচদের দুঃখদুর্দশা তুলে ধরবেন। বালুচিস্তান, বাল্টিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জনগন আপনার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।

উল্লেখ্য, প্রথমসারির যে বালুচ নেতারা বালুচিস্তানে ভারতের হস্তক্ষেপের দাবি দীর্ঘদিন ধরে জানাচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন নায়েলা।

নায়েলার সুরেই কথা বলেছেন অন্য এক বালোচ নেতা হাম্মাল হায়দর বালুচ। বালুচ ন্যাশনাল মুভমেন্টের প্রতিনিধি হাম্মাল বলেছেন, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সমর্থনের যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাকে আমরা স্বাগত জানাই।

এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী বালোচ জনগনকে সমর্থনের ইচ্ছার কথা জানালেন। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ইন্দিরা গাঁধী বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ভূমিকা পালন করেছিলেন মোদী বালুচিস্তানের ক্ষেত্রে সেই ভূমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন হাম্মাল।

হাম্মাল বলেছেন, ভারতের মতোই তাঁরা ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করেন। পাকিস্তান সিন্ধি রাজনৈতিক কর্মীদের হত্যা করছে এবং বিশ্বের জন্য বিপজ্জনক ধর্মীয় গোষ্ঠীগুলিকে মদত দেয় তারা।

হাম্মাল আরও বলেছেন, পাকিস্তান বালুচিস্তানে এমন জঙ্গি গোষ্ঠীগুলির বাড়বাড়ন্তে মদত দিচ্ছে যেগুলির সঙ্গে আইএস, আল-কায়েদা ও তালিবানের সঙ্গো যোগ রয়েছে।

উল্লেখ্য, হিজবুল মুজাহিজিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে অশান্তির সুযোগ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে সর্বত্র ভারতের ‘অত্যাচার’-এর কাহিনী নিয়ে সরব হয়েছে। এ নিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনকে চিঠিও দেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কাশ্মীরে জঙ্গিদের প্রশংসা করে পাকিস্তানের তত্পরতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ইসলামাবাদকে। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের পাকিস্তানের নির্মম দমন-পীড়নের কথা বিশ্বের কাছে তুলে ধরা হবে।