এই রিপাবলিকান ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেক্সিকা থেকে আসা অভিবাসীদের একাংশ 'অপরাধী', 'ধর্ষক' বলে মন্তব্য করেন, এমনকী প্রেসিডেন্ট হয়ে ৩২০০ কিমি দীর্ঘ আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্দেশও দেন।
অতি সম্প্রতি মেক্সিকো অভিবাসীদের 'জানোয়ার' বলায় ট্রাম্পকে একহাত নেয়। সীমান্তে দেওয়াল তোলার খরচ তাঁদের দিতে হবে, ট্রাম্পের এই অনড় অবস্থানের জন্য বিদায়ী মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো দুবার ওয়াশিংটন সফর বাতিল করেন।
ট্রাম্পের যে নীতিতে অভিবাসীদের সন্তানদের সীমান্তে বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যবস্থা ছিল, তার বিরুদ্ধেও আন্তর্জাতিক স্তরে ঘনিয়ে ওঠা অসন্তোষের মোকাবিলা করতে হচ্ছে হোয়াইট হাউসকে। ট্রাম্প আবার দু দশকের পুরানো বাণিজ্য নীতি নাফটা-ও বাতিলের হুঙ্কার দিয়েছেন, যা নিয়ে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে জট তৈরি হয়েছে।