নয়াদিল্লি: স্ত্রী যাতে ঘুমোতে পারেন, তার জন্য টানা ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠল তর্কের ঝড়। এক শ্রেণি যখন একে ‘ভালবাসার নিদর্শন’ বলে উল্লেখ করল, তেমনই অন্যদিকে আরেক পক্ষ স্ত্রীকে ‘স্বার্থপর’ বলে কটাক্ষ করেছে।





সম্প্রতি, নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন কার্টনি লি জনসন নামে এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে, এক প্রবীণ দাঁড়িয়ে রয়েছেন আর পাশে তিনটি আসন দখল করে শুয়ে আছেন এক মহিলা। ওই ছবির সঙ্গে জনসন লেখেন, এই ব্যক্তি বিমানে ৬ ঘণ্টা দাঁড়িয়েছিলেন, যাতে স্ত্রী ঘুমোতে পারেন। এটাই ভালবাসা।






পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে ভাইরাল হয়ে যায় ছবিটি। প্রায় ১৫ হাজার ‘লাইক’ পড়ে। কয়েক হাজার মানুষ ‘কমেন্ট’ করেন। অনেকে, জনসনের ‘ভালবাসা’-র এই ব্যাখ্যার সঙ্গে সহমত পোষণ করেননি। তাঁদের মতে, ওই প্রৌঢ়ের স্ত্রী নিতান্তই ‘স্বার্থপর’। কী করে তিনি ৬ ঘণ্টা ধরে স্বামীকে দাঁড় করিয়ে রাখলেন, সেই প্রশ্নও তোলেন অনেকে।






তবে, অনেকে আবার এই ছবিকে ‘রোম্যান্টিক’ হিসেবে উল্লেখ করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হন। অনেকেই মনে করেছেন, ওই মহিলা স্বামীর কোলেও তো মাথা রাখতে পারতেন। আবার অনেকে অবাক হয়ে যান, কী করে বিমানকর্মীরা ওই ব্যক্তিকে ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকার অনুমতি দিলেন। আবার অনেকে ওই ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।