কলম্বো: ক্লান্তিই প্রাণরক্ষা করল শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন শনাকার। রবিবার শ্রীলঙ্কায় যে ৬টি গির্জায় বিস্ফোরণ হয়, তার একটিতে যাওয়ার কথা ছিল এই ক্রিকেটারের। কিন্তু শনিবার দীর্ঘ যাত্রার ধকলের কারণে ক্লান্ত থাকায় তিনি আর এই রবিবার সকালে গির্জায় যাননি। এর ফলেই প্রাণে বেঁচে গেলেন তিনি।


একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শনাকা বলেছেন, ‘সাধারণ পরিস্থিতিতে আমি গির্জায় যেতাম। কিন্তু এই রবিবার আমি ক্লান্ত ছিলাম। সেদিন সকালে আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ একটি শব্দ পাই। এরপরেই লোকজন চিৎকার করে বলতে থাকে, গির্জায় বোমা বিস্ফোরণ হয়েছে। আমি সেখানে ছুটে যাই। যে দৃশ্য দেখতে পাই, সেটা কোনওদিন ভুলব না। গোটা গির্জা ধ্বংস হয়ে গিয়েছে। লোকজন প্রাণহীন দেহগুলিকে বাইরে নিয়ে আসছিল। এটা চোখের সামনে দেখার পর আমি রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি।’

রবিবার শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় গির্জা ও হোটেলে বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত অন্তত ৩২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ১০ জন ভারতীয়। শনাকা যেখানে থাকেন, সেই নেগোম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ানস চার্চেও বিস্ফোরণে বহু মানুষ হতা-হত।