ওয়াশিংটন: মার্কিন জনগণ যাতে সুপ্রিম কোর্টের (us supreme court) রায়ের পর গর্ভপাতের (abortion rights) অধিকার থেকে বঞ্চিত না হন, সে জন্য 'এগজিকিউটিভ অর্ডারে' (executive order) সই করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। গত মাসে একটি মামলার রায়দানের সময় প্রায় পাঁচ দশক ধরে চলে আসা গর্ভপাতের অধিকার প্রত্যাহার করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। তার পর থেকে নিজের দলের অন্দরেই তীব্র চাপে পড়েছিলেন ডেমোক্র্যাট নেতা বাইডেন।


বাইডেন-উবাচ


  'আমরা যা দেখেছি, সেটা রাজনৈতিক ক্ষমতার আস্ফালন। কোনও সংবিধানসম্মত রায় নয়।' হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে সংযোজন, 'স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিতে রিপাবলিকান দলের চরমপন্থী সদস্যদের তালে তাল মিলিয়ে কাজ করে চলা এই লাগামহীন সুপ্রিম কোর্টকে আমরা মেনে নিতে পারি না।'  তবে এই এগজিকিউটিভ অর্ডারের পরিসর খুব বেশি নয়। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী, আমেরিকার প্রদেশগুলি চাইলে নিজেদের মতো করে গর্ভপাত সংক্রান্ত আইন তৈরি করে নিতে পারে। সেক্ষেত্রে বাইডেনের সই করা এই অর্ডারের খুব বেশি গুরুত্ব থাকবে না। তবু এর মাধ্য়মে দলের অবস্থানগত বার্তা স্পষ্ট করে দেওয়া যাবে। সে কারণেই সম্ভবত এই সিদ্ধান্ত।


কী করছে মার্কিন প্রশাসন 


  তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে যতই সমালোচনা হোক না কেন, এই মুহূর্তে তাতে কোনও রদবদলের কথা ভাবছেন না বাইডেন। সেটি সদস্যসংখ্যা বাড়ানোর প্রস্তাবেও মত নেই হোয়াইট হাউসের। বরং আমজনতার কাছে বাইডেনের বার্তা, গর্ভপাতের অধিকার সমর্থন করেন এমন সেনেটরই আরও বেশি সংখ্যায়  নির্বাচিত হয়ে আসা উচিত। তাঁর দলের অন্যান্য সদস্যদের কথায়, সুপ্রিম কোর্টের রায় এভাবে একটা এগজিকিউটিভ অর্ডার দিয়ে শোধরানো যাবে না। তবু প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। বহুক্ষেত্রেই গর্ভপাত নারীস্বাস্থ্য ও অধিকারের বিষয় হয়ে দাঁড়ায়। সে দিকে বাইডেনের সিদ্ধান্ত অন্তত নৈতিক জোর বাড়াবে নারী অধিকার আন্দোলনকারীদের।


আরও পড়ুন:১২ জুলাই দেওঘর বিমানবন্দর উদ্বোধন করবেন মোদি, পলকেই কলকাতা-ঝাড়খণ্ড সফর