ইস্তানবুল:  তুরস্কে সেনা অভ্যুত্থানের জেরে শুক্রবার রাত থেকেই অশান্ত ইস্তানবুল সহ সেখানকার বিভিন্ন জায়গা। এরমধ্যেই সেদেশে শ্যুটিংয়ে গিয়ে আটকে পড়েছেন টলিউডের অভিনেতা-পরিচালক, কলাকুশলীরা। তবে তাঁরা প্রত্যেকেই আপাতত নিরাপদ আছেন বলে টুইট করে জানিয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।





শুট্যিং করতে গিয়ে তুরস্কের হোটেলে আটকে পড়েছেন ব্রাত্য বসু, মিমি চক্রবর্তী, বিরসা দাশগুপ্তরা। গতকালই তুরস্কে পৌঁছেছেন ব্রাত্য বসু। গত ১০ জুলাই সেখানে গিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তবে রাতভর গুলির লড়াইয়ের পর তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তুরস্ক প্রশাসন। পুলিশ ও সেনাদের একাংশের সংঘর্ষে ১৭ জন পুলিশ অফিসার-সহ এপর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। আহত ১,১৫৪ জন। গ্রেফতার করা হয়েছে ১৫৬৩ জন বিদ্রোহী সেনাকে।

শুক্রবার সরকার বিরোধী বিদ্রোহী সেনারা সামরিক বাহিনীর সদর দফতরে ঢুকে সেনাপ্রধান ও বেশ কয়েকজন সামরিক কর্তাকে পণবন্দি করে। দখল নেয় ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের। যদিও তুরস্ক প্রশাসনের দাবি, রাতভর গুলির লড়াইয়ের পর সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। বেশ কয়েকজন বিদ্রোহী সেনা আত্মসমর্পণ করেছে। দখলমুক্ত ইস্তানবুল বিমানবন্দর। প্রশাসন সূত্রে খবর, দেশের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।