নয়াদিল্লি: প্রয়াত হলেন অস্কারজয়ী কার্টুনিস্ট ও অ্যানিমেশন আর্টিস্ট জিন ডেইচ। তাঁর বয়স হয়েছিল ৯৫।


ডেইচ ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় কার্টুন চরিত্র 'টম অ্যান্ড জেরি'-র পরিচালক। মঙ্গলবার তিনি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


১৯২৪ সালের ৮ অগাস্ট শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন ডেইচ। পুরো নাম ইউজিন মেরিল ডেইচ। 'টম অ্যান্ড জেরি' ছাড়াও 'পপআই-দ্য সেলর ম্যান', 'মুনরো' ও 'নুদনিক'-ও পরিচালনা করেছিলেন।


'টম অ্যান্ড জেরি'-র ১৩টি পর্ব তিনি পরিচালনা করেছিলেন।  'পপআই' সিরিজেরও বহু পর্ব তিনি পরিচালনা করেন। ১৯৫৯ সালে তিনি ১০-দিনের সফরে প্রাগ আসেন। সেখানে তিনি তাঁর ভবিষ্যৎ পত্নী জেনকার প্রেমে পড়ে যান। তিনি সিদ্ধান্ত নেন প্রাগে থেকে যাওয়ার। ওই শহরে থাকাকালীন তিনি জীবনের একাধিক দুরন্ত কাজ উপহার দিয়েছেন।


'মুনরো'-র জন্য তিনি ১৯৬০ সালে সেরা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জেতেন। ১৯৬৪ সালে তিনি ওই একই বিভাগে দুটি মনোনয়ন পেয়েছিলেন 'নুদনিক' ও 'হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ'-এর জন্য়।


তাঁর প্রযোজিত আরেকটি সিরিজ 'সিডনিজ ফ্যামিলি ট্রি' ১৯৫৮ সালে অস্কার জেতে। ২০০৪ সালে আজীবন অবদানের জন্য তিনি উইনসর ম্যাককে পুরস্কার জেতেন।


ডেইচের প্রথম স্ত্রী ও তিন ছেলে বর্তমান। তিন সন্তানই কার্টুনিস্ট।