ইসলামাবাদ: আমেরিকার থেকে পাকিস্তান সামগ্রী বা আর্থিক সহায়তা চাইছে না। কিন্তু, ওয়াশিংটনের উচিত পাকিস্তানকে বিশ্বাস করা আর সম্মান দেওয়া। মার্কিন দূতকে এমনই বললেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।


মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আফগানিস্তান ও দক্ষিণ এশিয়া নীতি ঘোষণা করতে গিয়ে মঙ্গলবার পাকিস্তানকে একহাত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল করে তুলছে পাকিস্তান। এটা মেনে নেওয়া হবে না।


এদিন রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দফতরে বাজওয়ার সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেল। সেখানে ট্রাম্পের দক্ষিণ এশিয়া নীতি সম্পর্কে পাক সেনাপ্রধানকে অবগত করেন হেল। সেই প্রেক্ষিতে, আফগানিস্তানে মার্কিন সেনা নিয়োগ ও ভারতের ভূমিকা বৃদ্ধির ওপর জোর দেন তিন।


সেখানেই, পাকিস্তান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন বাজওয়া। তিনি বলেন, আমরা মার্কিন মুলুক থেকে কোনওপ্রকার সামগ্রী বা আর্থিক সহায়তা চাই না। কিন্তু, আমেরিকার উচিত পাকিস্তানকে সম্মান দেওয়া, বোঝা এবং আমাদের অবদানকে স্বীকৃতি দেওয়া।


এদিন হেল-বাজওয়া বৈঠকের পর সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর জনসংযোগ বিভাগের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে বাজওয়া জানিয়েছেন, পাকিস্তানের জন্যই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি।


বাজওয়া বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছে পাকিস্তান। আর তা কোনও পক্ষকে তুষ্ট করার জন্য নয়। পাকিস্তান তা করেছে নিজের স্বার্থের কথা মাথায় রেখেই।