রোম: দল গঠনের আঠেরো বছর পর জাতীয় দলের মর্যাদা! খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাদার টেরেজার সন্ত স্বীকৃতি প্রাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান সিটিতে গিয়েছেন তিনি। সেখান থেকেই তৃণমূল নেত্রী ট্যুইটারে দলের জাতীয় স্বীকৃতি লাভের জন্য বাংলা, মণিপুর, ত্রিপুরা ও অরুণাচলের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, রোমে নামার সঙ্গে সঙ্গেই একটা দারুণ খবর পেলাম। তৃণমূল জাতীয় দলের মর্যাদা পেয়েছে। ১৮ বছর আগে বাংলায় আমাদের পথ চলা শুরু। এবার আমাদের আশীর্বাদ করছে সারা দেশ। এই স্বীকৃতির জন্য বিশেষভাবে বাংলা, মণিপুর, ত্রিপুরা ও অরুণাচলের মানুষকে ধন্যবাদ। যাঁদের সমর্থনে দল বিস্তারলাভ করেছে।