ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিয়ের কেক এবার নিলামে উঠল। দাম শুরু হচ্ছে মাত্র ২৫০ মার্কিন ডলার থেকে।


২০০৫-এ ডোনাল্ড-মেলানিয়া যখন বিয়ে করেন, তখন তাঁরা যে কেকটি কাটেন তা ছিল সাততলা। দাম লেগেছিল ৫০,০০০ মার্কিন ডলার। এখন যে কেকটি নিলামে উঠেছে, তা ট্রাম্প দম্পতির বিয়ের অভ্যাগতদের উপহার দেওয়া হয়  স্মারক হিসেবে।

লস অ্যাঞ্জেলসের নিলাম ঘর জুলিয়েনস অকশনস নিলামে তুলছে এই কেক। তারা জানাচ্ছে, ট্রাম্প দম্পতির বিয়েতে যে কেকটি কাটা হয় তা ছিল সম্পূর্ণ আলাদা। ৫ ফুট লম্বা, ২০০ পাউন্ডের ওই কেক তৈরি হয় গ্র্যান্ড মার্নিয়ার বাটার ক্রিম দিয়ে, সাজানোর জন্য ব্যবহার করা হয় ৩,০০০ আইসিং রোজ। কিন্তু অভ্যাগতরা কেক খেতে পারেননি কারণ অসংখ্য তার দিয়ে পেঁচিয়ে কেকটিকে সোজা করে রাখা হয়েছিল।

তাই তাঁদের বাড়ি ফেরার উপহার স্বরূপ প্রত্যেককে সাদা কাগজের বাক্সে দেওয়া হয় চকোলেট ট্রাফল কেক, যাতে মনোগ্রাম করা ছিল নবদম্পতির নামের আদ্যাক্ষর এমডিটি।

এই কেক বেচে ১,০০০-২,০০০ মার্কিন ডলা রোজগার করবে বলে আশা করছে ওই নিলাম ঘর।

গত মাসে ট্রাম্পের আঁকা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটি ছবি নিলামে ১৬,০০০ মার্কিন ডলারে বিকিয়েছে।