ওয়াশিংটন: লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ হামলার তীব্র নিন্দা করে ট্যুইট ডোনাল্ড ট্রাম্পের। হামলাকারীদের 'অসুস্থ', 'হেরো সন্ত্রাসবাদী' বলে কটাক্ষ করেছেন তিনি।
একটি ট্যুইটে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হেরে যেতে বসা সন্ত্রাসবাদীর আরেকটি হামলা লন্ডনে। এরা অসুস্থ, পাগল, উন্মাদ, স্কটল্যান্ড ইয়ার্ডের নজরে ছিল। অবশ্যই তত্পর থাকতে হবে! আরও কঠোর হাতে মোকাবিলা করতে হবে হতমান সন্ত্রাসবাদীদের। তবে তিনি ঠিক কী বলতে চাইছেন, ব্যাখ্যা করেননি।
তিনি এও লিখেছেন, ওদের লোকজন দলে নেওয়ার মূল হাতিয়ার ইন্টারনেট। আমাদের ইন্টারনেট সংযোগ কেটে দিয়ে এর আরও সঠিক প্রয়োগ করতে হবে।
ব্রিটিশ পুলিশের বক্তব্য, লন্ডনের টিউব রেলে এদিন আইইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যার ফলে অনেক মানুষ আঘাত পেয়েছেন।
ট্রাম্প ক্ষমতায় এসেই আমেরিকায় বাইরের দেশ থেকে লোকজন আসার বিরুদ্ধে সওয়াল করতে থাকেন। তাঁর যুক্তি, বিদেশি রাষ্ট্র, বিশেষত মুসলিম দুনিয়ার কয়েকটি দেশ থেকে দলে দলে আমেরিকায় ঢোকা লোকজনের মধ্যে সন্ত্রাসবাদীরা থাকতে পারে, যারা নাশকতা ঘটিয়ে মার্কিন মুলুক অশান্ত করে তুলবে। কয়েকটি দেশ থেকে আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন তিনি, যা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন ওঠে।'