ওয়াশিংটন: সাতটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করায় আদালতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আদালতের এই রায়কে হাস্যকর বলে উল্লেখ করেছেন। আদালতের এই রায় বদলে দেবেন বলেও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সিয়াটেলের মার্কিন জেলা বিচারক জেমস রবার্ট সাতটি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, আদালতের এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানানো হবে। এরপর ট্যুইট করে বিচারকের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্রাম্প।