ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের ওপর বিপুল ভরসা রয়েছে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের। সদ্য হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ট্রাম্প অনেক দিন আগে থেকেই ভারতের প্রতি বন্ধুত্ব, সখ্যের মনোভাব দেখাচ্ছেন। আর ভারতের শাসক দলের শীর্ষ নেতা মাধব বলছেন, ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে। সেই সম্পর্ক, বোঝাপড়া ট্রাম্পের আমলে সামনের রাস্তায় আরও এগিয়ে চলবে।
মাধব বলেছেন, ভারত সম্পর্কে ভোটের আগে ট্রাম্পের নানা কথাবার্তা মাথায় রেখে বলা যায়, নয়া প্রেসিডেন্টের ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবই রয়েছে। তাঁকে বাস্তবের সঙ্গে সংশ্রবহীন রাজনীতিক বলে মনে হয় না। সুতরাং এমন আশা করা যেতেই পারে যে, তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা ও আইনের শাসন কায়েমের লক্ষ্যে নতুন ভাবনাচিন্তা, ধারণা দেবেন।
প্রসঙ্গত, ট্রাম্প আমেরিকার ৪৫-তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাধবই প্রথম বিজেপি শীর্ষনেতা হিসাবে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ভাষণ দিলেন এখানে।
প্রসঙ্গত, ট্রাম্প তাঁর ভোটপ্রচারে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তাঁকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের মন জয় করাই সম্ভবত উদ্দেশ্য ছিল এর। ২০০৮-এর মুম্বই হানার ছবি সহ ভিডিওতে তিনি বলেছেন, মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদকে পরাস্ত করব আমরা। ভারতীয়রা, হিন্দু সম্প্রদায় হোয়াইট হাউসে একজন আসল বন্ধুকে দেখবেন এবার। ট্রাম্পকে বলতে শোনা যায়, ভারতকে ভালবাসি, হিন্দুদের ভালবাসি।
সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের কাছে নতুন ভাবনার খোরাক পাওয়ার আশা প্রকাশ করলেন ট্রাম্প।
সন্ত্রাস দমনে ‘নতুন ধারণা’ দেবেন ট্রাম্প, আশা রাম মাধবের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2016 07:38 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -