ওয়াশিংটন: #MeToo আন্দোলন নিয়ে যখন বিভিন্ন দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তখন এর বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘একটি শব্দ আছে, কিন্তু #MeToo-র দাপটে আমি সেটি আর ব্যবহার করতে পারছি না।’ সংবাদমাধ্যমকেও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।


গত বছর হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকেই বহু মহিলা প্রকাশ্যে মুখ খুলছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান  বিচারপতি হিসেবে ট্রাম্প যাঁকে বেছে নিয়েছেন, সেই ব্রেট কাভানাফের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অতীতে ট্রাম্পের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন বহু মহিলা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।