ওয়াশিংটন: মার্কিন সিক্রেট সার্ভিস নতুন ফোন দিয়েছে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিরাপদ, এনক্রিপটেড এই ডিভাইসের নম্বরও নতুন। হাতে গোনা কয়েকজনের কাছেই রয়েছে নয়া প্রেসিডেন্টের নম্বর।
ট্রাম্পের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার খবর বহু পুরনো। তিনি যে টুইট করেন, তাও সেই ফোন থেকে। এবার সেই ফোনের কথা ভুলে গিয়ে আইফোন পকেটে পুরতে হচ্ছে তাঁকে।
একইভাবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও হোয়াইট হাউসে ঢোকার আগে শখের ব্ল্যাকবেরি ছাড়তে হয়। তবে প্রেসিডেন্ট থাকার সময় ওই ফোনটিও পকেটে রাখতেন তিনি।
সিক্রেট সার্ভিস শুধু যে ট্রাম্পকে নতুন ফোন দিয়েছে তা নয়। তারা অনুরোধ করেছে, নিজস্ব বিমান ছেড়ে এবার থেকে যেন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত এয়ারফোর্স ওয়ান ব্যবহার করেন তিনি। এই সপ্তাহেই তাঁর নিজস্ব ট্রাম্প ৭৫৭ বিমান ছেড়ে এয়ারফোর্স ওয়ান ব্যবহারে বাধ্য হয়েছেন তিনি।
পুরনো অ্যান্ড্রয়েড ফোন ছেড়ে আরও নিরাপদ আইফোন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, জানাচ্ছে রিপোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
21 Jan 2017 04:45 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -