ইসলামাবাদ: ভারতের সঙ্গে ভাল সম্পর্ক গড়তে হলে আস্থার ঘাটতি দূর করতে হবে। ভারতের সঙ্গে আলোচনা ফের শুরুর ব্যাপারে কথা বলতে গিয়ে এহেন মন্তব্য করলেন পাকিস্তানের বিদেশ সচিব এইজাজ আহমেদ চৌধুরি। থমকে থাকা ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া নতুন করে শুরু করতে যে কোনও উদ্যোগ তাঁরা সমর্থন করবেন বলে জানিয়েছেন তিনি।

চৌধুরি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের ঘাটতি আছে। দু দেশের সম্পর্কে উন্নতি ঘটাতে হলে তা দূর করতে হবে। তবে সেইসঙ্গেই তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান যখনই আলোচনায় বসুক, সেখানে আলোচ্যসূচির শীর্ষে থাকবে কাশ্মীরই।

পাশাপাশি ভারতীয় গুপ্তচর সন্দেহে পাকিস্তানে ধরা পড়া কুলভূষণ যাদবের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এটাই পাকিস্তানের ঘরোয়া ব্যাপারে ভারতের কলকাঠি নাড়ার প্রমাণ। ভারত ইতিমধ্যেই যাদব ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত বলে স্বীকার করেছে। যদিও তাঁর সঙ্গে ভারত সরকারের কোনওরকম সম্পর্কে, যোগসাজশ অস্বীকার করেছে নয়াদিল্লি।