সান ফ্রান্সিকো: আজ থেকেই কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা টুইটারে ! টুইটারে (Twitter) অর্ধেক কর্মী ছেঁটে ফেলতে পারেন ইলন মাস্ক (Elon Musk)। আজ্ঞে হ্যাঁ, দায়িত্ব হাতে নেওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন টুইটারের এই নয়া মালিক। এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। 


ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন ইলন মাস্ক। যদিও তখন একথা অস্বীকার করেন তিনি। তবে এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। রয়টার্স সূত্রে খবর, প্রথম ধাপে সংস্থার মোট কর্মী এক তৃৃতীয়াংশ ছাঁটাই করা হবে বলে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ধীরে ধীরে কর্মী সংখ্যা অর্ধেক করা হবে।  উল্লেখ্য, চার হাজার চারশো কোটি টাকা দিয়ে, ইলন মাস্ক টুইটার সংস্থা কিনে নেওয়ার পর মাইক্রো ব্লগিং সাইটে একাধিক পরিবর্তন আসার জল্পনা শুরু হয়। এর মধ্যে অন্যতম, খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটা শুরু করলেন টেসলা কর্তা। 


আরও পড়ুন, 'সিএএ চালু হবে, ওঁর চোখের সামনেই হবে', 'চ্যালেঞ্জ' দিলীপের


সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, টুইটার সংস্থার মাধ্যমে ইতিমধ্যেই সকল কর্মীদের কাছে, একটি ইমেল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, টুইটার সংস্থাকে স্বাস্থ্যকর পথে নিয়ে আসতে,  আমাদের বিশ্বজুড়ে কর্মীছাটাইয়ের মতো কঠোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হবে। আজ সকাল ৯ টার মধ্যেই ( ভারতীয় সময় বিকেল ৪ টে) সকল কর্মীরা এই সংক্রান্ত ইমেল পেয়ে যাবেন। ব্লুমবার্গ সূত্রে খবর, টুইটারের কর্ম পদ্ধতির মধ্যেও বদল আনতে চলেছেন ইলন মাস্ক। এই সংস্থার কর্মীরা যেখান থেকে চাইলে কাজ করতে পারতেন, তবে এই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে এবার। এরপর থেকে অফিসে এসেই কাজ করতে হবে পরিকল্পনা নিয়েছেন মাস্ক, বলে খবর। যদিও কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম থাকতে পারে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। এরপর থেকে সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হতে পারে বলে খবর। সেই সঙ্গে দিনে বারো ঘন্টার শিফটে কাজ করতে হতে পারে। মূলত নয়া পদে আসতেই এই কড়া নিয়ম আনতে চলেছেন ইলন মাস্ক।