তুর্কু: বার্সিলোনায় গাড়ি নিয়ে জঙ্গি হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফিনল্যান্ডে ছুরি হাতে দুষ্কৃতী দাপট। তুর্কু শহরেক একটি মার্কেট স্কোয়ারে ওই দুষ্কৃতীর হামলায় দুই জনের মৃত্যু হয়েছে, জখম ছয় জন। সেখানে হামলা চালিয়ে পাশেরই একটি মার্কেট স্কোয়ারে হামলা চালানোর সময় পুলিশ ওই দুষ্কৃতীর পায়ে গুলি করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছুরিটি উদ্ধার করা হয়েছে।
হামলার পরই দেশের সর্বত্র পুলিশের টহলদারি বাড়ানো হয়।
ছুরি নিয়ে হামলায় ধৃতর পরিচয় এখনও জানা যায়নি। এ ধরনের হামলার উদ্দেশ্য কী, তাও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এই ঘটনায় অন্য কোনও এক দুষ্কৃতী জড়িয়ে রয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ। পুলিশ মনে করছে, হামলাকারী ওই একজনই ছিল।
স্পেনে দুটি জায়গায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ১৪ জনকে মেরে ফেলার ঘটনার পর সমগ্র ইউরোপে সতর্কতা জারি হয়েছিল। এরইমধ্যেই ফিনল্যান্ডের ওই ঘটনা ত্রাসের সঞ্চার করে।
স্পেনে হামলায় ১৪ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন শতাধিক। জঙ্গি সংগঠন ওই হামলার দায়স্বীকার করে।
ফিনল্যান্ডে ছুরি হাতে তাণ্ডব, নিহত ২, জখম ৬, গ্রেফতার গুলিবিদ্ধ দুষ্কৃতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2017 02:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -