তাইপেই: তাইওয়ানের পূর্বাঞ্চলে হুয়ালিয়েন কাউন্টিতে ভূমিকম্পে প্রাণ হারালেন দুই জন। জখমের সংখ্যা প্রায় ১৮৬। গতকাল রাত ১১.৫০-এ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫।
চিনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, কম্পনের উত্সস্থল ছিল ২৪.১৩ ডিগ্রি অক্ষাংশ এবং ১২১.৭১ ডিগ্রি দ্রাঘিমাংশ। গভীরতা ১১ কিমি।
সমগ্র তাইওয়ানজুড়েই কম্পন অনুভূত হয়। হুয়ালিয়েনেই এর প্রভাব ছিল বেশি। সেখানে বেশ কিছু বাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ভেঙে পড়ে হুয়ালিয়েনের মার্শাল হোটেল। তিনজন ওই বিল্ডিংয়ে আটকে পড়েন। সুয়াও থেকে হুয়ালিয়েনগামী সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি থেকে ওই এলাকায় প্রায় ৪০০ বার কম্পন ধরা পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে আরও ভূমিকম্প হতে পারে।
তাইওয়ানে ভূমিকম্প, মৃত ২, আহত ১৮৬
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2018 08:30 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -