ব্রাসেলস : উত্তেজনায় ফুটছিল ব্রাসেলস ( Brussels )। ইউরো ২০২৪ এর ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। তারই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ইজরায়েল-হামাস (Israel Hamas War ) যুদ্ধের আবহের মধ্যেই বেলজিয়ামের রাজধানীতে চলল গুলি। ইউরো ২০২৪ এর কোয়ালিফায়ারে সুইডেন বনাম বেলজিয়ামের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কাছেই হঠাৎ হামলা চালায় বন্দুকবাজ। হামলায় নিহত হয়েছেন সুইডেনের ২ নাগরিক।
স্টেডিয়াম থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এই ঘটে এই ঘটনা। বেলজিয়াম পুলিশ সূত্রের খবর, মধ্য ব্রাসেলসে সোমবার গভীর রাতে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে শেয়ার হয়েছে। এগুলি কোনও সমর্থিত সূত্র থেকে পাওয়া ভিডিও নয়। তাতে দেখা গিয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় একটি বড় বন্দুক থেকে এক ব্যক্তি বেশ কয়েকবার গুলি চালায়। এই গুলিচালনাতেই প্রাণ যায় দুজনের।
নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বাতিল করা হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এই হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে বেলজিয়াম পুলিশ। সুইডেনের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, এক বন্দুকবাজ একজনকে ধাওয়া করতে থাকে এবং তারপর গুলির শব্দ শোনা যায় পরপর। বন্দুকধারীকে ধরা যায়নি। সে ফ্লুরোসেন্ট কমলা জ্যাকেট পরে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়াম পুলিশের মুখপাত্র ইলসে ভান্দে কিরে বলেছেন, আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে ।
হেট লাটস্টের নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, "আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেছিলাম।"
একদিকে চলছে ইজ়রায়েল-হামাস যুদ্ধ। এই পরিস্থিতিতে এই গুলিচালনার ঘটনা ব্রাসেলসে উত্তেজনা বাড়িয়েছে। কে উদ্দেশে হামলা চালিয়েছে , তা স্পষ্ট নয়। এই হামলাকে অনেকে সন্ত্রাসবাদী হানা বলেও সন্দেহ করছে।
এই ঘটনার পর সোমবার সন্ধ্যায়, বেলজিয়ামের জাতীয় সংকট কেন্দ্র ( Belgium's national crisis centre) সন্ত্রাসী সতর্কতা (terrorist alert) জারি করে। এই ঘটনার পর খেলোয়াড়রা চূড়ান্ত ৪৫ মিনিটের জন্য মাটে নামতা রাজি হয়নি।
আরও পড়ুন :
'মানবতার সঙ্গে পশুত্বের লড়াই !' ফের হামাসকে উৎখাত করার হুঙ্কার নেতানিয়াহুর