লস অ্যাঞ্জেলস: নিজের পুরনো সংস্থা গুগল অ্যালফাবেট ইনক্লিউসিভে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠে ছিল। সেকথা লুকিয়ে যাওয়ায় উচ্চপদস্থ আধিকারিক অমিত সিঙ্ঘলের বর্তমান সংস্থা উবের টেকনোলজি তাঁকে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি উবের তাঁদের সংস্থার বিভিন্ন কর্মীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের অন্তর্বর্তী তদন্ত শুরু করেছে। সেখানেই তদন্তকারী সংস্থার নজরে অমিত সিঙ্ঘলের বিরুদ্ধে ওঠা অতীতের এই অভিযোগ সামনে আসে।
এমাসের শুরুতে উবের-এ কর্মরত এক প্রাক্তন ইঞ্জিনিয়ার তাঁর ব্লগে অভিযোগ জানান, তাঁর সংস্থার মানবসম্পদ দফতর এবং কর্তৃপক্ষ তাঁর ম্যানেজারের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। মহিলা ওই ইঞ্জিনিয়ারের অভিযোগ ছিল তাঁর থেকে তাঁর ম্যানেজার শুধু শারীরিক ঘনিষ্ঠতা চাননি, তাঁর সঙ্গে সহমত না হলে, তাঁকে খারাপ গ্রেড দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই অভিযোগ থেকেই তথ্য প্রযুক্তি সংস্থাগুলোতে যে লিঙ্গ বৈষম্য এখনও চূড়ান্তমাত্রায় রয়েছে সেকথা আরও একবার প্রমাণ হয়ে গেল।
এই ঘটনা জানাজানি হওয়ার পরই সংস্থার তরফে অন্তর্বর্তী তদন্তের জন্যে প্রাক্তন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে নিয়োগ করা হয়। সেখানেই সুজান ফাউলারের তোলা অভিযোগ খতিয়ে দেখা হয়। তখনই সামনে আসে সংস্থার উচ্চ পদস্থ আধিকারিক সিঙ্ঘলের এই কীর্তির কথা।
তবে এবিষয়ে সিঙ্ঘলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সরাসরি কোনও মন্তব্য না করলেও, এক বিবৃতি দিয়ে জানান, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। তবে তাঁর গুগলের সঙ্গে একটি সমস্যা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। গুগল-এর তরফেও এখনও এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
যৌন হেনস্থার অভিযোগ, লুকিয়ে যাওয়ায় সংস্থার আধিকারিক অমিত সিঙ্ঘলকে পদত্যাগের নির্দেশ উবের-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2017 12:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -