ভারতের আপত্তি, শনিবার বার্মিংহামে বুরহান ওয়ানি দিবস পালনের অনুমতি প্রত্যাহার সিটি কাউন্সিলের
Web Desk, ABP Ananda | 05 Jul 2017 09:46 PM (IST)
লন্ডন: বার্মিংহামে শনিবার 'বুরহান ওয়ানি দিবস' পালনের অনুমতি প্রত্যাহার করল সিটি কাউন্সিল। গত বছর ৮ জুলাই কাশ্মীর উপত্যকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডারের মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে ব্রিটেনের শহরে সমাবেশের উদ্যোগ নিয়েছিল সেখানকার কাশ্মীরী গোষ্ঠীগুলি। অনুমতিও দেয় কাউন্সিল। কিন্তু সোমবারই ব্রিটেনের কাছে এতে আপত্তি জানিয়ে ভারতের তরফে বলা হয়, এভাবে সন্ত্রাসবাদীদের মহান করে তোলার চেষ্টা মেনে নেওয়া যায় না। কাউন্সিলের মুখপাত্র বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে শান্তিপূর্ণ সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সেই অনুষ্ঠানের প্রচারপত্র সম্পর্কে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা খতিয়ে দেখেছি। ভিক্টোরিয়া স্কোয়ার ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। ব্রিটেনে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার দীনেশ পটনায়েক গত সোমবার ব্রিটিশ বিদেশমন্ত্রককে 'নোট ভারবালে' বা আপত্তি জানিয়ে বক্তব্য পাঠান। বুরহানের অপরাধমূলক কার্যকলাপ, কাশ্মীর উপত্যকায় কীভাবে হিংসা ছড়ানো হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্যও দেন। তিনি লেখেন, কাশ্মীর নিয়ে সমাবেশ ভিন্ন বিষয়। কিন্তু একটা জঙ্গিকে মহান করে তোলা, দেখানো মেনে নেওয়া যায় না। গত কয়েক মাসে ব্রিটেন নিজে সন্ত্রাসবাদে রক্তাক্ত হয়েছে। বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। সেখানে কী করে এভাবে সন্ত্রাসবাদীদের বীর করে দেখানো ও হিংসার প্রচারের অনুমতি দেওয়া হচ্ছে? তিনি জানতে চান, এরপর ব্রিটেন তার মাটিতে বেড়ে ওঠা সেই একই গোষ্ঠীগুলিকে, যাদের উত্স পাকিস্তানে, গত মাসের লন্ডন ব্রিজের ওপর হামলায় জড়িত পাকিস্তানি বংশোদ্ভূত খুরাম বাট ও অন্য সন্ত্রাসবাদীদের পক্ষে সমাবেশ করার অনুমতি দেবে কি? যারা বুরহানের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা একই লোকগুলি খুরাম বাট ও অন্য সন্ত্রাসবাদীদের মহান করে দেখানোর কর্মসূচি নেয়, এ দেশের আইন কি তাতে অনুমতি দেবে? তিনি মনে করিয়ে দেন, গত বছরের নভেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র ভারত সফরের পর দেওয়া যৌথ বিবৃতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুস্পষ্ট ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।