লন্ডন: নিজেকে আইসোলেসনে সরিয়ে রেখেছেন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার তাঁর প্রেমিকা ক্যারি সাইমন্ডস জানালেন, গত সপ্তাহটা তিনিও শয্যাশায়ী ছিলেন, শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণগুলি দেখা দিয়েছিল। তবে সাতদিনের বিশ্রামের তিনি শরীরে বল ফিরে পেয়েছেন, এখন ঠিক আছেন। তিনি বলেছেন, আমার পরীক্ষা করানোর প্রয়োজন হয়নি। বিশ্রামে থাকার পর আরও শক্তিশালী মনে হচ্ছে, সেরে উঠছি।
ঘটনাচক্রে ক্যারি মা হতে চলেছেন। সেকথা উল্লেখ করে তিনি বলেছেন, গর্ভবতী অবস্থায় কোভিড ১৯ সংক্রমণ অবশ্যই উদ্বেগের ব্যাপার। অন্য গর্ভবতী মহিলাদের বলব, তাঁরা যেন একেবারে সর্বশেষ পরামর্শ পড়ে নিয়ে সেইমতো চলেন। আমার মনে হয়েছে, ওই পরামর্শ দারুণ ভরসা করা যায়।
৫৫ বছর বয়সি জনসন ও ৩২ বছরের সাইমন্ডস গত ফেব্রুয়ারি নিজেদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রতীক্ষায় রয়েছেন, বিয়েও করবেন বলে ঘোষণা করেন।
সাম্প্রতিক কালে সাইমন্ডস প্রথম কোনও অবিবাহিত মহিলা যিনি প্রকাশ্যে একজন ব্রিটিশ নেতার সঙ্গে সহবাস করছেন।
প্রথম করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল পজিটিভ হওয়ার সাতদিন বাদে গত শুক্রবার জনসন তাপমাত্রা বেড়ে যাওয়া সমেত কোভিড ১৯ এর মৃদু লক্ষণ আছে বলে জানিয়ে ঘোষণা করেন, তিনি আইসোলেশনে থাকবেন।
কোনও বড় শক্তিশালী দেশের নেতা হিসাবে জনসনই প্রথম করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। তিনি প্রেমিকার সঙ্গেই সাধারণত থাকেন। তবে করোনাভাইরাস হওয়ার পর তিনি রয়েছেন ডাউনিং স্ট্রিটের এক ফ্ল্যাটে।