লন্ডন: ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া অ্যান্টি-মুসলিম বা মুসলিম-বিদ্বেষ চিঠির তদন্ত শুরু করলে ব্রিটিশ পুলিশের সন্ত্রাসদমন শাখা।
কয়েকদিন ধরেই, ইংল্যান্ডের লন্ডন, ইয়র্কশায়ার ও মিডল্যান্ড অঞ্চলের বাসিন্দারা এধরনের চিঠি পাচ্ছেন। চিঠিতে বলা হয়েছে—আগামী ৩ এপ্রিল দেশজুড়ে ‘পানিশ আ মুসলিম ডে’ পালন করা হবে। চিঠির মাধ্যমে সকলকে তাতে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।
লন্ডন পুলিশ জানিয়েছে, চিঠিতে মুসলিমদের বিরুদ্ধে তির্যক ও অশ্লীল আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে। তাঁদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এমনকী, মসজিদেও হামলার কথা বলা হয়েছে।
এর পাশাপাশি, চিঠিতে বলা হয়েছে—মুসলিম দেখলেই অপমান করতে হবে, মহিলাদের হিজাব খুলে দিতে হবে, মারধর ও অ্যাসিড-হামলাও চালাতে হবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বিষয়টিকে ‘হেট ক্রাইম’ বা জাতিবিদ্বেষ হিসেবে দেখছে পুলিশ। পশ্চিম ইয়র্কশায়ারের পুলিশ জানিয়েছে, ইংল্যান্ডের উত্তর-পূর্ব সন্ত্রাসদমন শাখার সঙ্গে সমন্বয়ে তদন্ত চালানো হচ্ছে। এক আধিকারিক জানান, জনসুরক্ষা নিশ্চিত করা পুলিশের সবচেয়ে দায়িত্ব ও কর্তব্য।