হাউস অফ কমন্সের নেতা ডেভিড লিডিংটন বলেছেন, তাঁরা তিন-চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। হামলাকারীকে পুলিশ গুলি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নিরাপদেই আছেন বলে ডাউনিং স্ট্রিট সূত্রে খবর। এই ঘটনার জেরে হাউস অফ কমন্সের অধিবেশন বাতিল করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের মধ্যে অন্তত ২০০ জন সদস্য আটকে আছেন। গোটা অঞ্চলে যান এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওয়েস্টমিনস্টার ব্রিজের আশেপাশে না আসার অনুরোধ করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে আসা হয়েছে।
এই ঘটনার জেরে ব্রিটেনে আতঙ্ক ছড়িয়েছে। পার্লামেন্টের ভিতরে যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক এবং কর্মীরা আছেন, তাঁদের বাইরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। ট্যুইটারে রাজনীতিবিদ এবং সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা গুলির শব্দ শুনেছেন। একটি গাড়ি সজোরে পার্লামেন্টের বেষ্টনীতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। তার আগে এই গাড়ির ধাক্কাতেই ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে অন্তত ৫ জন পথচারী আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা ব্রিটেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কটল্যান্ডের পার্লামেন্টের অধিবেশনও বাতিল করে দেওয়া হয়েছে।