নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির বিরুদ্ধে ভোট দিল ভারত। ১২৮-৯ ভোটে ট্রাম্পের স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছে।


এদিন ভোটাভুটিতে জেরুজালেম নিয়ে প্যালেস্তাইনের জয় হলেও, তাদের আশা ছিল অন্তত ১৫০টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেবে। কিন্তু ৩৫টি দেশ ভোটাভুটির সময় গরহাজির ছিল। রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অবশ্য বলেছেন, ভোটাভুটিতে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমের স্বীকৃতি বাতিল হয়ে গেলেও, তাঁদের কেউ জেরুজালেম থেকে বার করে দিতে পারবে না।



ট্রাম্প রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ১২৮টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিল। ভারতের সঙ্গে প্যালেস্তাইনের দীর্ঘদিনের সুসম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের সুসম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিলেও, ভারত এদিন কোনও মন্তব্য করেনি।