ওয়াশিংটন: পাকিস্তানে যাওয়ার বিষয়ে নাগরিকদের সতর্ক করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। জঙ্গি হামলার আশঙ্কা থাকায় ‘আজাদ কাশ্মীর’ (পাক-অধিকৃত কাশ্মীর) বালোচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া অঞ্চলে যেতে বারণ করা হয়েছে। আরও বলা হয়েছে, ‘ভারত-পাক সীমান্তের দু’পারেই দু’দেশের সেনাবাহিনী আছে। যাঁরা দু’দেশের নাগরিক নন, তাঁদের ক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে ভারতে যাওয়ার একমাত্র সরকারি প্রবেশদ্বার হল ওয়াগা এবং ভারতে আত্তারি। ভারতে প্রবেশের জন্য ভিসা দরকার। সীমান্তে ভিসা দেওয়ার কোনও ব্যবস্থা নেই।’


মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আজাদ কাশ্মীর অঞ্চলে যাবেন না। এই অঞ্চলে জঙ্গিরা সক্রিয়। ভারত-পাকিস্তানের সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা আছে। লাইন অফ কন্ট্রোলে প্রায়ই গোলা-গুলি চালান ভারত ও পাকিস্তানের সেনা জওয়ানরা। পাকিস্তানের সর্বত্র জঙ্গি হামলা চলছে। সবচেয়ে বেশি জঙ্গি হামলা হচ্ছে বালোচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া অঞ্চলে। জঙ্গি হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। তাই এই অঞ্চলগুলিতে যাবেন না।’