নয়াদিল্লি: ফের অনলাইন রিটেলার সংস্থার বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠল। আমাজনের পর এবার কাঠগড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা। ইয়েসউইভাইব ডট কম নামে একটি সংস্থা জুতোয় ‘ওঁ’ চিহ্ন ব্যবহার করেছে। লস্টকোস্ট ডট কম নামে অন্য একটি সংস্থা আবার বিয়ারের বোতলে গণেশের ছবি ব্যবহার করেছে। এই দুটি সংস্থার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটি সংস্থার বিরুদ্ধে প্রথমে বিদেশ মন্ত্রকে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস কমিশনার নরেশ কাডিয়ান। তিনি ওই দুটি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের আর্জি জানানোর পাশাপাশি ওই দুটি পণ্য সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন।



দ্বিতীয় অভিযোগটি দায়ের করা হয়েছে দিল্লির প্রশান্ত বিহার থানায়। সেই অভিযোগে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করার জন্য ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ এবং ১৫৩ এ ধারায় মামলা দায়ের করা উচিত।

গত বছরের জুনে আমাজন হিন্দু দেবদেবীদের ছবি দেওয়া পাপোশ বিক্রির জন্য রেখে বিতর্কে জড়িয়েছিল। চাপে পড়ে ওই সংস্থা ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট পণ্য সরিয়ে নিতে বাধ্য হয়। এবার নতুন বিতর্ক শুরু হয়েছে।