নয়াদিল্লি: আগ্নেয়াস্ত্র হাতে অস্বাভাবিকভাবে এক ব্যক্তির ঘোরাফেরা করার জেরে আতঙ্কে এক ঘণ্টা বন্ধ করে রাখা হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিং। তল্লাশিতে সন্দেহজনক কিছু না মেলায় খুলে দেওয়া হয় ভবনটি।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির আচরণে সন্দেহ হওয়ায় সতর্কতার জন্যই সব কর্মী ও বাইরের লোকেদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যেককে দরজা-জানলা থেকে দূরে থাকতে বলা হয়। তবে বিপত্তি ঘটেনি। যদিও সন্দেহজনক ওই ব্যক্তির খোঁজ চলছে।