নয়া দিল্লি: ইউক্রেন দখলের জন্য ইতিমধ্যেই সীমান্তে ৪০  শতাংশেরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে সীমান্তে, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে ইতিমধ্যেই সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করেছে তারা বলে দাবি ওই আধিকারিকের। যদিও পরিস্থিতির দিকে সর্বদা নজর রেখে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই জানান হয়েছে। 


এক রিপোর্টে বলা হয়েছে, মস্কো ইউক্রেন সীমান্তের কাছাকাছি ১২৫টি ব্যাটেলিয়নের দল রেখেছে। যা আগে ৬০টি ছিল। তবে ফেব্রুয়ারির পর থেকে তা ৮০টি ব্যাটেলিয়ন করে দেওয়া হয়েছে। অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় সামরিক যানবহর ক্রাইমিয়ার সেতু পার হয়ে চলে যাচ্ছে।                                                               


২০২১-এর নভেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায়, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম নিয়ে ইউক্রেন সীমান্তে অবস্থান করছে ১ লক্ষের বেশি রুশ সেনা। সেনা না সরালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলে সেই সময় রাশিয়াকে হুঁশিয়ারি দেন বাইডেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Purin) নিরাপত্তাজনিত কারণ দেখান। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে এবং মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা না সরালে, তাঁরাও সেনা সরাবেন না বলে জানিয়ে দেন পুতিন।                          


কৃত্রিম উপগ্রহ সংস্থা ম্যাক্সার জানিয়েছে, তিন দিক থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করে ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া। তার ছবি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহে। তবে আক্রমণের প্রস্তুতি চলছে কি না, তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি তারা। অন্য দিকে, চিন আবার রাশিয়ার সমর্থনে এগিয়ে এসেছে। ফলে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ফের দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে বিশ্বের তাবড় শক্তিধর রাষ্ট্ররা।