ওয়াশিংটন:  সিকিম সেক্টরের ডোকলামে অচলাবস্থা নিয়ে ভারত ও চিনের মধ্যে আলোচনার পক্ষে সওয়াল করল আমেরিকা।
ডোকলামে চিনের সেনাবাহিনীর রাস্তা তৈরির উদ্যোগ ভারতীয় সেনা ভেস্তে দেওয়ার পর ওই এলাকায় দুই প্রতিবেশী দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। গত ৫০ দিন ডোকলামে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনের সেনা।
ভারত কূটনৈতিক পথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বললেও চিনের দাবি, আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে।
মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার নয়ের্ট বলেছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তিনি আরও বলেছেন, দুটি দেশের সঙ্গেই আমেরিকার সম্পর্ক রয়েছে। আমেরিকা ভারত ও চিন-উভয় দেশকেই বৈঠকে বসে সমস্যা নিয়ে আলোচনার জন্য উত্সাহিত করছে।