ওয়াশিংটন: আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক সহ তাদের মাটিতে ফুলে ফেঁপে ওঠা জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদ পুরোপুরি ব্যর্থ। এই কারণ দর্শিয়ে পাকিস্তানকে নিরাপত্তা সহায়তা দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিল আমেরিকা। সব মিলিয়ে ১.১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করল তারা।

নতুন বছরের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়ে দেন, পাকিস্তান যেভাবে আমেরিকার টাকা নয়ছয় করছে অথচ সন্ত্রাস দমনে কোনও কার্যকর পদক্ষেপ করছে না, তাতে আমেরিকা ক্ষুব্ধ। শেষ ১৫ বছরে তাদের ৩৩ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়া হয়েছে, জবাবে মিথ্যে ও শঠতা ছাড়া তাদের কাছ থেকে কিচ্ছু পাওয়া যায়নি, উল্টে জঙ্গিদের স্বর্গ হয়ে উঠেছে পাকিস্তান।

[embed]https://twitter.com/realDonaldTrump/status/947802588174577664?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fworld-news%2Fus-suspends-security-assistance-to-pakistan-762915[/embed]

পাকিস্তান এই অভিযোগের যথাসাধ্য বিরোধিতা করে কিন্তু ওয়াশিংটনের সিদ্ধান্তে পরিষ্কার, ইসলামাবাদের প্রতিশ্রুতিতে ভুলতে আর রাজি নয় তারা।

যে অর্থ সাহায্য আমেরিকা বন্ধ করল, তার মধ্যে রয়েছে ২৫৫ মিলিয়ন ডলার ফরেন মিলিটারি ফান্ডিং ও কোয়ালিশন সাপোর্ট ফান্ডের ৯০০ মিলিয়ন ডলার।

মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, যতদিন না পাকিস্তান আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক সহ জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেবে ততদিন নিরাপত্তার খাতে তাদের অর্থ সাহায্য করা বন্ধ রাখবে তারা। আইনসংক্রান্ত বাধ্যবাধকতা না থাকলে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করাও বন্ধ রাখা হবে।