রাষ্ট্রপুঞ্জ: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণাকে স্বাগত জানিয়ে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদসংস্থা পিটিআই-কে রাষ্ট্রপুঞ্জে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারির ঘোষণাকে স্বাগত জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে রাষ্ট্রপুঞ্জের সব সদস্য দেশ তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে এবং অস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করতে পারবে। আমাদের আশা, সব দেশই এই দায়িত্ব মেনে চলবে।’
মার্কিন দূতাবাসের ওই মুখপাত্র আরও বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তাঁর দেশ নিজেদের ভবিষ্যতের স্বার্থে জঙ্গিদের কার্যকলাপ বরদাস্ত করবে না। পাকিস্তান সরকারের প্রাথমিক পদক্ষেপে আমরা উৎসাহিত। পাকিস্তানের কাছ থেকে আরও পদক্ষেপ আশা করছি আমরা।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পাকিস্তান, মাসুদের উপর নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে মন্তব্য আমেরিকার
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2019 08:57 PM (IST)
সংবাদসংস্থা পিটিআই-কে রাষ্ট্রপুঞ্জে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারির ঘোষণাকে স্বাগত জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -