ওয়াশিংটন: আমেরিকা করোনাভাইরাস রোগ প্রতিরোধে ইতিমধ্যেই ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি করে রেখেছে। পরীক্ষায় এর ব্যবহার ‘নিরাপদ হিসেবে যাচাই’ করা হলেই সেগুলি ‘সরবরাহের জন্য প্রস্তুত’। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘ভ্যাকসিন নিয়ে আমাদের একটি বৈঠক হয়েছে। এক্ষেত্রে আমরা অবিশ্বাস্যরকম ভালো কাজ করছি। বেশ ইতিবাচক চমক আমাদের থাকতে পারে। ভ্যাকসিন নিয়ে বেশ ভালো রকম অগ্রগতি হচ্ছে। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, বাস্তবে আমরা পরিবহণ ও সরবরাহের জন্য প্রস্তুত। নিরাপদ বলে যাচাই করা গেলে ২০ লক্ষ ভ্যাকসিন প্রস্তুত’।
ট্রাম্প বলেছে, ‘রোগ প্রতিষেধকের ব্যাপারে আমরা খুব ভালো কাজ করছি। শুশ্রুষার ক্ষেত্রেও ভালো কাজ হচ্ছে’।
নিউইয়র্ক টাইমস-এ প্রকাশি প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস রোগের জন্য ট্রাম্প প্রশাসন সম্ভাব্য ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে পাঁচটি কোম্পানিকে বাছাই করেছে।
ট্রাম্প বলেছেন, বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন তৈরির ব্যাপারে বেশ ভালো কাজ করছে।
তবে কোন কোম্পানি ভ্যাকসিনের উত্পাদনের কাজ শুরু করেছে, তা প্রেসিডেন্ট জানাননি।
কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ বায়োটেক সংস্থা মোডার্নার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছে।
হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শদাতা ড. অ্যান্টনি ফউসি চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন যে, তিনি অন্তত সম্ভাব্য চারটি ভ্যাকসিনের পরীক্ষামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি বলেছিলেন যে, ২০২১-এর শুরুতে কয়েক মিলিয়ন ডোজ হাতে আসবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞানীরা অবশ্য বলেছেন, ভাইরাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি এখনও স্পষ্ট হয়নি। করোনা সংক্রণের ক্ষেত্রে ইমিউন সিস্টেম কীভাবে কাজ করবে, তা এখনও নিশ্চিত নয়।
করোনাভাইরাস: ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি রয়েছে, বললেন ডোনাল্ড ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jun 2020 02:54 PM (IST)
আমেরিকা করোনাভাইরাস রোগ প্রতিরোধে ইতিমধ্যেই ২০ লক্ষ ভ্যাকসিন তৈরি করে রেখেছে। পরীক্ষায় এর ব্যবহার ‘নিরাপদ হিসেবে যাচাই’ করা হলেই সেগুলি ‘সরবরাহের জন্য প্রস্তুত’। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -