নয়াদিল্লি: ভারত, রাশিয়া ও এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে চিনকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা ও জাপান। এমনই মন্তব্য করল চিনের একটি সরকারি সংবাদপত্র। জাপান ও আমেরিকার এই ভূরাজনৈতিক কৌশল নিয়ে চিনের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে সংবাদপত্রটিতে বলা হয়েছে, শক্তিশালী আর্থিক ও সামরিক শক্তি হয়ে ওঠাই বেজিংয়ের লক্ষ্য হওয়া উচিত।
সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে সামরিক সরঞ্জাম আদানপ্রদান সংক্রান্ত সমঝোতার উল্লেখ করে ‘গ্লোবাল টাইমস’-এ ‘জিওপলিটিক্যাল গেম শ্যুড নট ডাইভার্ট চায়না’ শিরোণামে সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, কিছু মার্কিন সংবাদমাধ্যম এই সমঝোতার ভুল ব্যাখ্যা করে তা ভারতের আমেরিকার জোটে সামিল হওয়ার সংকেত বলে তুলে ধরতে চাইছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের আঞ্চলিক ভূখণ্ড সংক্রান্ত বিতর্ক সমাধানে কোনও অগ্রগতি না হলেও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রাশিয়ার সঙ্গে আর্থিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করছেন। এই বিষয়টিকে রাশিয়ার প্রতি জাপানের নীতির তাত্পর্য্যপূর্ণ পরিবর্তন হিসেবেই মন্তব্য করেছে সংবাদপত্রটি।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে চিনকে ঘিরে ফেলতে চাইছে আমেরিকা-জাপান: চিনা সংবাদপত্র
ABP Ananda, web desk
Updated at:
02 Sep 2016 05:59 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -