ওয়াশিংটন: পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে ঘোষণার আর্জি জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হল। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের এক প্রভাবশালী সদস্য এই বিল পেশ করেছেন। এই বিল গ্রহণ করা না হলে তার কারণ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসে ব্যাখ্যা দিতে হবে আমেরিকা সরকারকে।


কংগ্রেস সদস্য টেড পো তথা সন্ত্রাসবাদ সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা আইন (এইচআর ১৪৪৯) পেশ করেছেন। বিলে তিনি ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আমূল বদলের দাবি জানিয়েছেন।

বিল পেশ করে পো বলেছেন, পাকিস্তান শুধু অবিশ্বস্তই নয়, বছরের পর বছর ধরে ওই দেশ মার্কিন শত্রুদের উস্কানি দিয়েছে, সাহায্য দিয়েছে।

পো বলেছেন, ওসামা বিন লাদেনকে আশ্রয়দান থেকে শুরু করে হক্কানি নেটওয়ার্কের সঙ্গে সুসম্পর্কের মতো সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতদানের অনেক উদাহরণ রয়েছে। এই সব প্রমাণ থেকেই স্পষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোন দিকে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের সেই অবস্থান আদপেই আমেরিকার পক্ষে নয়।

এরই পরিপ্রেক্ষিতে  টেক্সাসের এই কংগ্রেস সদস্য পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে ঘোষণার দাবিতে বিল পেশ করেছেন।

এই বিল পেশ হওয়ায় এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে পাকিস্তান সাহায্য করেছে কিনা,  তা নিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এর একমাসের মধ্যে বিদেশ সচিবকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ ঘোষণা করা হবে কিনা বা এ ধরনের তকমা দেওয়ার জন্য কেন প্রয়োজনীয় আইনি যুক্তিগ্রাহ্যতা  নেই, সে ব্যাপারে বিস্তারিত ফলো-আপ রিপোর্ট জমা দিতে হবে।