নিরাপত্তা পরিষদে ভারতের প্রসঙ্গ তুলতে পারে আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Aug 2017 02:37 PM (IST)
নয়াদিল্লি: এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা ভারতের সদস্যপদের প্রসঙ্গটি তুলতে পারে। এ মাসের শেষের দিকে হবে ওই বৈঠক। এ ব্যাপারে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রককে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট মুখপাত্র বলেন, তিনি বিশ্বাস করেন, সম্ভবত রাষ্ট্রসঙ্ঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালের মাধ্যমে প্রসঙ্গটি তোলা হবে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত হবেন তিনি। ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে। গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। ট্রাম্প জানিয়ে দেন, তিনি চান, ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাক, একইসঙ্গে নাম লেখাক পরমাণু সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজির মত বহু সদস্যবিশিষ্ট গোষ্ঠীতে। কিন্তু নিরাপত্তা পরিষদে প্রবেশের জন্য ভারতের চেষ্টায় এর আগে জল ঢেলেছে চিন। অন্য দেশগুলির আপত্তি না থাকলেও ভেটো প্রয়োগ করে বিষয়টি ভেস্তে দিয়েছে তারা।