নয়াদিল্লি: রবিবার হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ট্রাম্প আর মোদির মধ্যে মধুর রসায়নের চিত্রটি কারওরই নজর এড়ায়নি। ৫০ হাজার আমেরিকাবাসী ভারতীয় দেখেছে দুই রাষ্ট্রনেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সমীকরণের আভাস। আবারও দুজনের বন্ধুতা নজর কাড়ল সারা বিশ্বের। রাষ্ট্রপুঞ্জে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী মোদি, ঠিক সেই সময়ই সেখানে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর ঠায় ১০ মিনিট বসে বক্তৃতা শুনলেন ট্রাম্প। তারপর রওনা দিলেন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে। আমেরিকান প্রেসিডেন্টের এমন হঠাত্ আগমনে বিস্মিত বিশ্বের রাজনৈতিক মহল। হিউস্টনের মঞ্চ থেকেই ‘আব কি বার ট্রাম্প সরকার’ বলে স্লোগান তোলেন মোদি। সেই বন্ধুত্বের রেশ টেনেই মার্কিন প্রেসিডেন্টের মোদির বক্তৃতা শুনতে চলে আসা, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে শুধু মোদির বক্তৃতা শুনতেই নয়, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের বক্তব্য শুনতেও হঠাৎ হাজির হন ট্রাম্প। আবার কাউকে কিছু না বলে বেরিয়েও যান।
তবে আপাতত আমেরিকাবাসী ভারতীয়রা মজে আছেন ট্রাম্প-মোদি রসায়নে। ‘হাউডি মোদি’র মঞ্চে দুই রাষ্ট্রনায়কের মধ্যে যে বন্ধুত্বের চিত্র ধরা পড়েছে, তাই নিয়েই চর্চায় ব্যস্ত এখন দুই দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী মোদিও ট্রাম্পকে সপরিবার ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।