হাউস্টন: এ যেন রজ্জুতে সর্পভ্রম। শারিরীক ও মানসিক অসুস্থতা (ডাউন সিনড্রোম) -এর শিকার ছয় বছরের এক খুদে মুসলিম পড়ুয়া ক্লাসে বলে ‘আল্লা’ ও ‘বুম’ শব্দ আওড়ানোয় তাকে সন্ত্রাসবাদী বলে ভেবে বসলেন এক শিক্ষক।
মহম্মদ সুলেইমান নামে ওই শিশু জন্মগতভাবেই ডাউন সিনড্রোমের শিকার। সে কথা বলতে পারেনি বলেও জানিয়েছেন তার বাবা।
জানা গেছে, হাউস্টনের টেক্সাসে এলিমেন্টারি স্কুলে সুলেইমানের শিক্ষক চলে যাওয়ার পর আসা পরিবর্ত শিক্ষক পুলিশ ডাকেন।
ওই শিক্ষক স্কুল কর্তৃপক্ষর কাছে দাবি করেছেন যে, সুলেইমান কথা বলতে পারে।
দুধের শিশুকে এভাবে জঙ্গি ভেবে নেওয়ার চরম ক্ষুব্ধ সুলেইমানের বাবা। তিনি বলেছেন, সুলেইমান কথা বলচে পারে না। ওর মানসিক ক্ষমতা এক বছরের শিশুর মতো। তিনি বলেছেন, এমন এক শিশুকে ওরা জঙ্গি বলে আখ্যা দিল। এটা একেবারেই মুর্খামি। প্রকৃত অর্থে বৈষম্যমূলক। এটা বৈষম্যমূলক আচরণের সামিল নয়, এটা ১০০ শতাংশ বৈষম্য।
পার্লল্যান্ড পুলিশ জানিয়েছে, তাদের তদন্তের জন্য ডাকা হয়েছিল। কিন্তু এই ঘটনায় আদৌ পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন নেই।
যদিও এই ঘটনায় ওই অঞ্চলের শিশু সুরক্ষা পরিষেবার তদন্ত চলছে।