নিউ ইয়র্ক: মা গিয়েছেন বেড়াতে। এ পাড়া ও পাড়া নয়, সেই জার্মানি। এক আধদিনে তো বিদেশ ঘোরা হয় না, ১১ দিনের লম্বা ছুটি নিয়েছেন। ঘরে পড়ে চার চারটে বাচ্চা। সবথেকে বড়দুটোর বয়স ১২, তৃতীয়টা ৭, ক্ষুদ্রতম ৬।

মহিলা নেহাত অবিবেচক নন, বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে তাদের হাতের কাছে গুলিভরা বন্দুক রেখে গিয়েছেন তিনি।

আমেরিকার আইওয়ায় এমনই কাণ্ড ঘটিয়েছেন বছর তিরিশের এরিন লি ম্যাকে। জার্মানি ঘুরতে চলে যান এরিন, বাড়িতে ফেলে যান ৪ শিশুকে। বাচ্চাদের দেখাশোনার জন্য কোনও ব্যবস্থাই করেননি।

পুলিশের কাছে খবর আসে, এরিনের বাড়িতে শুধু রয়েছে ৪টে ছোট ছেলেমেয়ে, প্রাপ্তবয়স্ক কেউ নেই। পুলিশ এসে খোঁজখবর নিয়ে বাচ্চাদের কাছ থেকে মায়ের ফোন নম্বর নেয়, এরিনকে ফোন করে বলে, জার্মানি থেকে দ্রুত ফিরে আসতে।

ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ছেলেমেয়ের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলাই শুধু নয়, তাদের হাতের কাছে বন্দুক তিনি কোন যুক্তিতে রেখে যান তার কারণ জানতে চেয়েছে তারা।