লস অ্যাঞ্জেলেস: ইন্টারনেটে মাতৃত্বকালীন পোশাক বিক্রির বিজ্ঞাপন দিয়ে এক মহিলাকে বাড়িতে ডেকে এনে ছুরি মেরে তাঁর গর্ভে থাকা সাত মাসের ভ্রুণহত্যার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলাকে ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
সাজাপ্রাপ্ত মহিলার নাম ডাইনেল লেন। তিনি প্রশিক্ষিত নার্স। পুলিশ মনে করছে, নিজের সন্তান না থাকার কারণেই মিশেল উইলকিন্স নামে ওই মহিলার উপর লেনের আক্রোশ জন্মায়। তাঁর পুরুষসঙ্গীর বয়ানে এই সন্দেহ জোরালো হয়েছে। তিনি আদালতে বলেছেন, লেন নিজেকে গর্ভবতী বলেছিলেন। কিন্তু সেটা সত্যি ছিল না। সেই কারণেই জন্ম না নেওয়া শিশুটিকে হত্যা করে নিজের মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার মতলব ছিল লেনের।
যে সন্ধ্যায় এই হত্যাকাণ্ড হয়, সেদিন লেনের সঙ্গী অন্যদিনের তুলনায় আগেই বাড়ি ফিরে এসেছিলেন। লেনকে নিয়ে তাঁর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। বাড়ি ফিরেই তিনি দেখতে পান একটি মৃত শিশুর পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন লেন। তিনি বলেন, তাঁর গর্ভপাত হয়েছে। মিশেল কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে অন্য একটি ঘরে আশ্রয় নেওয়ায় তাঁকে দেখতে পাননি লেনের সঙ্গী। তাঁরা ডাক্তার দেখাতে চলে যাওয়ার পরেই পুলিশকে ফোন করেন মিশেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, ভ্রুণহত্যার দায়ে সাজা দেওয়া যায় না। সেই কারণে মিশলকে হত্যার চেষ্টার জন্য ৪৮ বছর, তাঁর গর্ভের সন্তান নষ্ট করার জন্য ৩২ বছর এবং মারধর করার জন্য ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।
মাতৃগর্ভের ভ্রুণহত্যা, মার্কিন মহিলার ১০০ বছরের কারাদণ্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 01:40 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -