ওয়াশিংটন: রিপাবলিকান শিবিরের প্রার্থী হিসাবে মনোনয়ন পাকা করার লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছেন। চাই ১২৩৭ জন প্রতিনিধির সমর্থন। এক হাজার প্রতিনিধির সমর্থন জোগাড় হয়ে গিয়েছে বলে ঘোষণা করেছেন গতকালই। এখনও চাই ২৫০ প্রতিনিধির সম্মতি। তার আগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে কার্যত ফুত্কারে উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, নভেম্বরের যুদ্ধে সহজেই হারিয়ে দেবেন তাঁকে।
রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ১৭ জনের মধ্যে এখন রয়েছেন মাত্র তিনজন। ট্রাম্পের দুই প্রতিদ্বন্দ্বী টেক্সাসের সেনেটর টেড ক্রুজ, ওহাইও-র গভর্নর জন কাসিচ ডেলিগেট সংখ্যার বিচারে অনেক পিছিয়ে রয়েছেন। সেদিকেই ইঙ্গিত করে ক্যালিফোর্নিয়ায় সমর্থকদের ট্রাম্প বলেছেন, প্রতি সপ্তাহেই ওদের ধরাশায়ী করছি। বুম, বুম, বুম। এদের যে কারও চেয়ে আরও সহজে হারিয়ে দেব ওকে (হিলারি)। নভেম্বরে আপনারা অবিশ্বাস্য ভাল ফল দেখতে পাবেন।
সহজেই হারিয়ে দেব হিলারিকে, ঘোষণা ট্রাম্পের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 01:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -