নয়া দিল্লি: করোনা দাপটে বিপর্যস্ত হয়েছিল আমেরিকা। দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছিল বাইডেন প্রশাসনকে। সেই সময় থেকেই ভ্রমণে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। বিদেশি এবং বিদেশ থেকে ফেরা মার্কিন নাগরিকদের জন্যও একই নিয়ম বলবৎ করা হয়েছিল। তবে এবার সেই নিষেধাজ্ঞায় কিছুটা বদল আনতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 


আমেরিকায় ভ্রমণের জন্য দরজা খুলছে আগামী ৮ নভেম্বর। তার আগে কোভিড ভ্রমণ বিধি সংক্রান্ত নির্দেশিকা জানাল মার্কিন প্রশাসন।  সেই নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের ভ্যাকসিনেশন হয়নি, তাঁরা আমেরিকায় আসতে চাইলে ২৪ ঘণ্টা আগের কোভিড ফ্রি সার্টিফিকেট দেখাতে হবে। 


সেইসঙ্গে জানানো হয়েছে, ২টি ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলেও আমেরিকাগামী বিমানে ওঠার তিনদিন আগের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।  ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রোজেনেকা, সিনোফার্ম এবং সিনোভ্যাক এর তৈরি ভ্যাকসিনই শুধু গ্রাহ্য করছে আমেরিকা। সমস্ত যাত্রীর মার্কিন যাত্রার ৭২ ঘণ্টা আগে নেগেটিভ রিপোর্ট থাকবে তাদের জন্য ছাড়পত্র মিলবে। দেশের জনস্বাস্থ্যর দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে তাঁরা। এছাড়াও আমেরিকাতে যাওয়ার পর তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে না, এমনটাই জানান হয়েছে। ভ্যাকসিন নেওয়া হয়নি এমন পর্যটকদের জন্য় আমেরিকার দরজা আগের মতোই বন্ধ থাকবে। 


আরও পড়ুন, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪২৮, গত আট মাসে সর্বনিম্ন


এদিকে, দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮।  গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।