উটাহ্: অত্যাধুনিক ভিডিও গেম খেলার নেশায় মোটা টাকা খরচ করে প্লে স্টেশন ফাইভ অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু বাক্সবন্দি হয়ে এল আস্ত ইট। অগ্নিশর্মা হয়ে অনলাইন সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন পুলিশে। ঘটনাটি ঘটেছে আমেরিকার উটাহ্-য়।


প্লে স্টেশন ফাইভ, একটি আপকামিং ভিডিও কনসোল। ১২ নভেম্বর লঞ্চ হওয়ার পর থেকে এর চাহিদা তুঙ্গে। ইতিমধ্যেই এর একাধিক সিরিজ বিক্রি হয়ে গিয়েছে। প্লে স্টেশন ফাইভের জন্য দ্বিগুণ দাম দিয়ে ই বে নামের একটি অনলাইন সংস্থায় অর্ডার করেছিলেন আমেরিকার উটাহ্-র এক ব্যক্তি। নির্ধারিত সময়ে বাড়িতে ডেলিভারি পেতেই আনন্দে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলেন। কিন্তু বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। প্লে স্টেশনের ফাইভের বদলে বাক্সের মধ্যে রয়েছে একটি আস্ত ইট। বিহিত চেয়ে পুলিশ স্টেশনেও দৌড়েছিলেন ক্রেতা। কোথায় গেল তাঁর প্লে স্টেশন?  কিন্তু পুলিশ জানিয়ে দিয়েছে এ ক্ষেত্রে চোর ধরে দেওয়ার ক্ষমতা তাদের নেই। ক্রেতা ই বে নামের ওই সংস্থার বিরুদ্ধে টাকা ফেরতের আবেদন জানাতে পারেন মাত্র।

প্লে স্টেশন ফাইভ এমনিতেই যথেষ্ট দামি। তারউপর আবার চটজলদি তাকে ঘরে আনতে বাড়তি টাকা দিয়েছিলেন ক্রেতা। ফলে আপাতত খুবই মনমরা হয়ে পড়েছেন ওই ক্রেতা। টাকা ফেরত পেলে না হয় দ্বিতীয় কেনার উদ্যোগ আয়োজন করতে পারতেন, কিন্তু অনলাইন সংস্থা যদি টাকা ফেরৎ না দেয়, তাহলে তো সবটাই জলে, বলছেন বন্ধুবান্ধবেরা।