বেজিং: সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে এখন একে অপরকে নকল করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা হামেশাই দেখা যায়। কিন্তু অন্যকে অন্ধ অনুকরণ করতে গিয়ে নিজের মাথার অর্ধেক চুল উঠে নেড়া হয়ে গেলেন এক চিনা তরুণী।

চিনা এই মহিলা ইন্টারনেটে এক ব্যক্তিকে দেখেছিলেন ভূট্টা খাচ্ছেন ড্রিল ব্যবহার করে। ড্রিলের সাহায্যে সেই ব্যক্তি মাত্র দশ সেকেন্ডে পুরো ভূট্টাটি খেয়ে ফেলেন। সেই দেখে অনুপ্রানিত হয়ে ওই চিনা মহিলাও ড্রিল ব্যবহার করে ভূট্টা খেতে যান। যার ফল, ড্রিল মেশিনে চুল জড়িয়ে অর্ধেক চুল উঠে নেড়া হয়ে গেছেন ওই তরুণী।

চিকিত্সকদের কাছেও গেছেন ওই তরুণী। তাঁরা জানিয়েছেন, মহিলার প্রায় ছ মাস লাগবে মাথার সামনের অংশে চুল গজাতে।

দেখুন ভিডিওতে পুরো কর্মকাণ্ডটি




ভিডিও সৌজন্যে সিসিটিভি নিউজ