তবে এরমধ্যে কিছু মানুষ রয়েছেন, যাঁরা নিজেদের মতো করে সতর্কতামূলক ব্যবস্থার কথা বলছেন। পাক সাংবাদিক নাইলা এনায়েত সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার সংক্রান্ত বিশেষ পরামর্শদাতা ড. ফিরদৌস আশিক আওয়ানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও-র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিচ থেকে ভাইরাস ঢুকতে পারে’, ব্যাখ্যা দিলেন ফিরদৌস আশিক আওয়ান। ভিডিওতে ফিরদৌসকে বলতে শোনা গিয়েছে, সম্পূর্ণ পোশাক করে শরীর ঢাকতে হবে। শুধু মুখ ঢাকলেই হবে না। এটা মেডিক্যাল সায়েন্সের অঙ্গ। আমাদের এ কথা মাথায় রাখতে হবে।
এই ভিডিও শেয়ার হতেই ট্যুইটারে ওই ভিডিও সাড়া ফেলে এবং প্রায় ৭৬ হাজার ভিউ হয়। ক্লিপটি দেখে অনেকেই হেসে ফেলেছেন। কমেন্টস সেকশনে দেখলেই তা স্পষ্ট হয়ে যায়।