দি হেগ: কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ভারতের দাবিকে কটাক্ষ করল পাকিস্তান। সোমবার সেখানে যাদবকে চরবৃত্তিতে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সামরিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অবিলম্বে বাতিলের দাবি জানায় ভারত। এমনকী আদালত ভারতের যুক্তি খতিয়ে দেখার আগেই পাকিস্তান যাদবকে ফাঁসিতে লটকে দিতে পারে, এমন আশঙ্কাও জানান ভারতের প্রতিনিধি। পাকিস্তান ভিয়েনা কনভেনশন ভেঙেছে, 'কণামাত্র প্রমাণ' ছাড়াই যাদবের 'বিচারের নামে প্রহসন' চালিয়েছে বলেও অভিযোগ জানায় ভারত।

পাল্টা মহম্মদ ফয়সল নামে পাক বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেন, যাদবের মৃত্যুদণ্ড রুখতে ভারতের আবেদনটি 'অপ্রয়োজনীয়', 'ভ্রান্ত ধারণায় ভরা", সেটি খারিজ করা উচিত। কনস্যুলেটের সহায়তা সংক্রান্ত ভিয়েনা কনভেনশনের ধারা সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত 'গুপ্তচরের' জন্য নয় বলেও দাবি করেন তিনি।
ভারত আন্তর্জাতিক আদালতকে 'রাজনৈতিক রঙ্গমঞ্চের জায়গা' হিসাবে ব্যবহার করতে চেয়েছে বলেও উপহাস করেন তিনি। বলেন, এতে কোনও প্রতিক্রিয়াই দেব না আমরা। পাক প্রতিনিধির অভিযোগ, যাদবের পাসপোর্টে কী করে মুসলিম নাম এল, তার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি ভারত।
প্রসঙ্গত ১৬ বার যাদবকে ভারতীয় কনস্যুলেটের সহায়তা দেওয়ার জন্য পাকিস্তানকে আবেদন করেও কোনও লাভ হয়নি, পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে আদালতে অভিযোগ করেন ভারতের প্রধান অ্যাটর্নি হরিশ সালভে।
আদালতে পাক আইনজীবী খাওয়ার কুরেশি আবার বলেন, যাদব সম্পর্কে পাকিস্তানের তোলা অভিযোগের ব্যাপারে ভারতের তরফে কোনও সাড়াই নেই, সম্পূর্ণ নীরব তারা।

গত সপ্তাহেই ভারতের আবেদনে যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। ভারতের দাবি, মৃত্যুদণ্ড বাতিল করতে হবে, এটাও সুনিশ্চিত করতে হবে যে, পাকিস্তান এমন কিছু করবে না যাতে ভারত বা যাদবের অধিকার ক্ষুন্ন হবে।