পোস্টে ওই ব্যক্তি লেখেন, তাঁদের বাড়ির পাশের জায়গায় একটি নির্মিয়মান বাড়ির কাছে নিযুক্ত ছিলেন ওই শ্রমিক। একদিন তিনি তাঁদের বাড়ির দরজার কড়া নাড়েন। তাঁর ভাই দরজা খুলতেই ওই শ্রমিক জিজ্ঞাসা করেন, তাঁদের কোনও সোনার জিনিস হারিয়েছে কিনা। প্রশ্নের উত্তরে তাঁর ভাই জানান, অনেকদিন আগে ২০১৫-তে একজোড়া কানের দুল হারিয়ে গিয়েছিল। এরপর ওই শ্রমিক তাঁর পকেট থেকে সোনার গহনা বের করে তাঁর ভাইয়ের হাতে তুলে দেন।
এক কমেন্টের উত্তরে ওই ব্যক্তি লিখেছেন, তাঁরা ওই শ্রমিককে পুরস্কারও দিতে চেয়েছিলেন। কিন্তু কোনওরকম পুরস্কারের প্রস্তাবে রাজি হননি তিনি। শুধু বলেন, 'উপরওয়ালার পুরস্কার'ই তাঁর একমাত্র কাম্য।
ওই শ্রমিকের এই সততা নেটিজেনদের হৃদয় জিতে নিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভূয়সী প্রশংসা করেছেন তাঁর।