ভয়াবহ দুর্ঘটনার পরেও প্রাণে বাঁচলেন চালক, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jun 2016 11:43 AM (IST)
বেজিং: হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটে আসছিল গাড়িটি। হঠাৎই ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল। বেশ কয়েকবার ওলট-পালটের পর যখন গাড়িটি থামল, ততক্ষণে সেটি আর আস্ত নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে চালক প্রাণে বেঁচে গেলেন। গাড়িটি যখন উল্টে যায়, তখন বাইরে ছিটকে পড়েন চালক। ঘাসের উপর পড়ায় তাঁর বিশেষ চোট লাগেনি। অবশ্য তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাড় হিম করা এই দুর্ঘটনা ঘটেছে চিনের চংকিং অঞ্চলে। গত রবিবার এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ের নজরদারি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। দেখুন সেই দুর্ঘটনার ভিডিও। সৌজন্যে সিসিটিভি নিউজ/ফেসবুক