ভিডিওতে দেখুন :দাঁতে বাঁকল লোহার রড, বোঝাই মিনিবাসও টানলেন এই পাক স্টান্টম্যান
ABP Ananda, web desk | 20 Feb 2017 08:51 PM (IST)
ছবি সৌজন্য ইউটিউব
ইসলামাবাদ: বিভিন্ন ধরনের বিপজ্জনক কাজকর্ম প্রদর্শণ করে বিখ্যাত হয়ে উঠেছেন পাকিস্তানের এক পেশাদার স্টান্টম্যান। দাঁতে চেপে লোহার রড় বাঁকিয়ে দেওয়া , পূর্ণ বোঝাই মিনিবাসও টানা থেকে শুরু করে চোখের পাতার সাহায্যে জোড়া ইঁট তোলার মতো স্টান্ট দেখিয়ে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন ৩২ বছরের গুলাম ফারুক। ৫০ টিরও বেশি জীবনের ঝুঁকিপূর্ণ স্টান্ট প্রদর্শন করেছেন তিনি। তাঁর ডাকনাম এখন ‘লোহার চোয়াল’। স্টান্ট শেখানোর জন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্রও শুরু করেছেন। দেখুন সেই ভিডিও-